‘Article 174 is in force in Sandeshkhali’, Nusrat trolled for this comment
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : সন্দেশখালি নিয়ে বেফাঁস মন্তব্যে হাসির পাত্র হয়ে উঠলেন নুসরত জাহান। সন্দেশখালি নিয়ে সংবাদমাধ্যমকে প্রতিক্রিয়া দিতে গিয়ে নুসরত বলেন, সন্দেশখালিতে ‘১৭৪ ধারা’ চলছে। তাই সেখানে যাওয়া এখন উচিত হবে না। এই কথাতেই ট্রোলড হলেন নুসরত জাহান।
অগ্নিগর্ভে পরিণত হয়েছে সন্দেশখালি। নারী নির্যাতন, জোর করে জমি, ভেড়ি দখল। একের পর এক অভিযোগের পাহাড় সন্দেশখালিতে। এই পরিস্থিতিতে সংবাদমাধ্যমকে প্রতিক্রিয়া দিতে গিয়ে নুসরত বলেন, তিনি দলের নির্দেশ মোতাবেক কাজ করছেন, খবর নিচ্ছেন। যা যা করণীয় তাই করছে সরকার। তারপরই সাংসদ নুসরত বলেন, তাঁর সন্দেশখালি যাওয়া নিয়ে বহুবার প্রশ্ন উঠেছে। মানুষকে বলতে চাই ওখানে এমন একটা পরিস্থিততি চলছে, ১৭৪- ধারা চলছে, ওখানে যাওয়া ঠিক নয়। যা আইন বিরোধী। ব্যস এখানেই মার খেয়ে গেলেন তারকা সাংসদ। ১৪৪ ধারার বদলে ‘১৭৪ ধারা’! তাতেই উত্তাল নেটপাড়া। তার কমেন্টবক্সে অভিনেত্রীকে ‘বাংলার কলঙ্ক’ বলেও কটাক্ষ করা হয়।