Bangladeshi actress Nusrat Faria fainted at home, undergoing treatment in hospital
বিদেশ
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : বাড়িতে রাতে হঠাত্ জ্ঞান হারান বাংলাদেশি অভিনেত্রী নুসরত ফারিয়া। ঢাকার হাসপাতালে ভর্তি তিনি। কি কারণে জ্ঞান হারান সেটি এখনও স্পষ্ট নয়, তবে চিকিত্সকদের পর্যবেক্ষণে তাঁকে রাখা হয়েছে, বলে জানা যাচ্ছে।
সোশ্যাল মাধ্যমে অভিনেত্রী নুসরত ফারিয়ার একটি ছবি ভাইরাল হয়েছে। হাসপাতালের বেডে শুয়ে রয়েছেন তিনি।স্যালাইন চলছে। তবে অভিনেত্রীর মা ফেরদৌসি পারভীন সংবাদমাধ্যমকে জানান, কাজের চাপে খাওয়া-দাওয়ার অনিয়ম হচ্ছিল ফারিয়ার। গ্যাসট্রিকের সমস্যাও ছিল তাঁর। বাড়িতে সংজ্ঞা হারান। তারপর সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয়।
ফারিয়ার অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় ফারিয়ারের ভক্তরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করছে। বাংলাদেশের পাশাপাশি টলিউডের একাধিক ছবিতে অভিনয় করেছেন ফারিয়া। এর মধ্যে ‘আশিকি’, ‘বস ২’, ‘বিবাহ অভিযান’ অন্যতম।