Union minister Nitin Gadkari suddenly fell ill while campaigning
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: বৈশাখ মাসের প্রখর দাবদাহে নাজেহাল দেশবাসি। রাজ্যে তো গরম তীব্র হয়েছে। দেশেরও বিভিন্ন জায়গায় একই অবস্থা। আর তাতেই অসুস্থ হয়ে পড়ছেন নেতারা। গত সপ্তাহেই অসুস্থ হয়ে পড়েছিলেন কংগ্রেসের শীর্ষনেতা রাহুল গান্ধী। দিল্লিতে এক সভায় অসুস্থ হয়েছিলেন তিনি। এবার বিজেপির শীর্ষনেতা তথা মন্ত্রী নীতিন গড়করি অসুস্থ হয়ে পড়লেন তীব্র গরমেই। এক প্রচার সভায় বক্তব্য রাখার আগে তিনি সংজ্ঞা হারান। এরপর চোখে মুখে জল দিয়ে তাঁর প্রাথমিক চিকিৎসা করা হয়। এর কিছুক্ষণ পর তিনি সুস্থ হন। মহারাষ্ট্রের কেন্দ্রে তিনি বক্তৃতা রাখছিলেন। দলের কর্মি সমর্থকদের আশ্বস্ত করতে এরপর এক্স হ্যান্ডেলে তিনি জানান, আগের থেকে সুস্থ রয়েছেন তিনি। পরের সভাতেও বক্তব্য রাখতেও যান দেশের বিদায়ী কেন্দ্রীয় সরক ও পরিবহণ মন্ত্রী। প্রথম দফায় তাঁর কেন্দ্রে ভোট হয়ে গেছে, এরপর অন্য রাজ্যে দলীয় প্রার্থীদের হয়ে প্রচার চালাচ্ছেন গড়কড়ি।