Santiniketani Kantha Stitch, Nirmala’s saree caught the attention of the budget day
দেশ
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : বাজেট মানে কত টা কি ছাড় পাওয়া যাবে। জিনিসের দাম বাড়বে নাকি কমবে। এই পুরো বিষয়গুলির উপর দেশের নাগরিকদের নজর থাকে। প্রতিবছর বাজেট পেশের আগে ও পরে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ চর্চায় থাকেন। অন্যান্যবারের মতো এবারও চর্চায় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের শাড়ি।এবার নীল এবং ক্রিম রংয়ের কাঁথা স্টিচের শাড়ি বেছে নিয়েছেন মন্ত্রী। গোটা শাড়ি জুড়ে লতাপাতা আঁকা রিভার্স কাঁথা স্টিচ। যা মন কেড়েছে সিংহভাগ শাড়িপ্রেমীর। সবাই প্রায় জানেন, নির্মলা সীতারমনের ভারতীয় টেক্সটাইলের প্রতি বিশেষ টান রয়েছে।
২০১৯ সালে প্রথমবার সংসদে বাজেট পেশ করেন নির্মলা সীতারমণ। সে বছর গাঢ় গোলাপি রঙের সঙ্গে সোনালি পাড়ের মঙ্গলগিরি সিল্ক পড়েছিলেন নির্মলা। সেদিন থেকেই তাঁর শাড়ি হয়ে ওঠে চর্চার বিষয়বস্তু।
২০২০ সালে বাজেট পেশের সময় অর্থমন্ত্রী পড়েছিলেন হলুদ এবং নীল সরু পাড়ের সিল্ক শাড়ি।
২০২১ সালে অফ হোয়াইট পোচামপল্লি ইক্কত স্টাইলের সিল্ক পরে দেখা গিয়েছিল অর্থমন্ত্রী নির্মলাকে।
২০২২ বাজেট পেশ করার সময় নস্যি এবং সাদার মেশানো জ্যামিতিকৃতি সিল্কের শাড়ি পড়েছিলেন তিনি।
২০২৩ সালের বাজেটে মেরুন রংয়ের সিল্কের শাড়ি পরেছিলেন নির্মলা। কালো-সোনালি পাড়ের শাড়িটিতে কাসুটি কাজ করা ছিল
প্রতিবার কেন্দ্রীয় বাজেট পেশ করার সময়ে অর্থমন্ত্রী এত সুন্দর শাড়ি বেছে নেন যে, প্রশংসা করতেই হয়। তাঁর এই পছন্দের কথা আজ কারও অজানা নয়।