Night Metro service will start soon in Kolkata
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: কলকাতাবাসির জন্য সুখবর। রাতের মেট্রো রেলের সংখ্যা বাড়তে চলেছে। এতদিন দুই দিক থেকেই লাস্ট মেট্রো অর্থাৎ কবি সুভাষ এবং দক্ষিনেশ্বর থেকে শেষ মেট্রো ছাড়া হত ৯.৪০ মিনিটে। কিন্তু পরীক্ষামূলকভাবে শুরু করা হচ্ছে রাতের দিকে নতুন ট্রেন। এবার থেকে সোমবার থেকে শুক্রবার দমদম এবং কবি সুভাষ থেকে শেষ মেট্রো ছাড়তে চলেছে রাত এগারোটায়। বর্তমানে প্রাইভেট সংস্থাতেই কাজ করেন অধিকাংশ মানুষ। অনেকক্ষেত্রেই দেখা যায়, সাড়ে ৯টার মধ্যে তাঁদের কাজ শেষ হয়ে ওঠে না, ফল দীর্ঘক্ষণ শাটেল বা বাসের জন্য রাতে অপেক্ষা করতে হয় তাঁদের। কিন্তু কলকাতার মত মেট্রো শহরে রাত পর্যন্ত মেট্রো চললেই তার সুরাহা মিলতে পারে। সেই মর্মেই এবার রাত এগারোটায় দুই দিক থেকেই একটি করে মেট্রো চালানোর সিদ্ধান্ত নিল মেট্রো কর্তৃপক্ষ। আপাতত পরীক্ষামূলকভাবে চালু হলেও, প্যাসেঞ্জারের চাপ বাড়লে সেক্ষেত্রে এই পরিষেবা পাকাপাকিভাবেই চালু রাখবে কলকাতা মেট্রো।