Two suspected militants arrested from Digha, NIA arrested these two suspected militants joint operation with WB police
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: পূর্ব মেদিনীপুরের দিঘা থেকে ধরা পড়লো দুই সন্দেহভাজন জঙ্গি । ঘটনায় চাঞ্চল্য পড়ে গেছে দিঘাতে। পশ্চিমবঙ্গ পুলিশের সঙ্গে মিলিত অপারেশনে এই দুই সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করে এনআইএ। সম্প্রতি বেঙ্গালুরুর রামেশ্বরমে ক্যাফেতে বিস্ফোরণের ঘটনায় সামনে এসেছিল। সেই ঘটনাতেই এই দুই জঙ্গিকে গ্রেফতার করেছে, যাদের নাম আব্দুল মাতিন এবং মুসাবি হোসেন সাজিব। পয়লা মার্চ বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে এক বিস্ফোরণ হয়। তাতেই সরাসরি যোগ আছে এই দুজনের, এমনই দাবি করা হচ্ছে। বেঙ্গালুর ক্যাফেতে টাইমার সেট করে এক বিস্ফোরক ব্যাগ রাখা হয়। যা পরে ফেটে আহত হন ১০ জনেরও বেশি। এর পরেই তদন্তভার আসে এনআইএর কাছে। প্রায় প্রত্যেক দিনই এই ক্যাফেতে ভিড় জমান প্রচুর মানুষ। দুষ্কৃতীদের ঠিক কি উদ্দেশ্য ছিল তা বোঝার জন্যই তাদের গ্রেপ্তার করা হয়েছে। ধৃত আবদুলকে এই বিষয় মাস্টার মাইন্ড মনে করে হচ্ছে। এর আগেও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ৫ বছর ধরে পলাতক ছিলেন তিনি। অসমসহ দেশের বিভিন্ন রাজ্যেই তাদের খোঁজে তল্লাশি চালিয়েছে গোয়েন্দারা। কিন্তু শেষমেষ পশ্চিমবঙ্গে তাদের খুঁজে পাওয়া যায়। আরেক অভিযুক্তকে অবশ্য গত মাসেই গ্রেফতার করা হয়েছিল। এর পরই খোঁজ চলছিল বাকি দুই জনের।