The new name of Saurashtra Cricket Association ground is Niranjan Shah Stadium.
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক : সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠের নতুন নাম হচ্ছে নিরঞ্জন শাহ স্টেডিয়াম। বিসিসিআইয়ের এক সময়ের হেভিওয়েট কর্তার নামে স্টেডিয়ামের নতুন নাম করা হচ্ছে।
আগামি ১৫ ফেব্রুয়ারি থেকে রাজকোটে শুরু ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্ট ম্যাচ। সেই ম্যাচ শুরুর আগের দিনই জমকালো অনুষ্ঠানে সৌরাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামের নতুন নামকরন অনুষ্ঠান হতে চলেছে। বিসিসিআইয়ের সচিব জয় শাহ, সভাপতি রজার লিনিসহ ইংল্যান্ড ও ভারতীয় ক্রিকেটারদের উপস্থিতিতেই স্টেডিয়ামের নতুন নামকরণ হতে চলেছেষ। উল্লেখ্য প্রাক্তন ক্রিকেটার হিসেবে সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের এই মাঠে খেলেছেন নিরঞ্জন শাহ। কাজ করেছেন এসসিএর সচিব হিসেবেও। ফলে ব্যক্তিগতভাবে নিরঞ্জন শাহের কাছেও বিষয়টি অত্যন্ত সম্মানের।