The DG has changed again, the new DG is Sanjay Mukherjee
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: ফের রাজ্যের ডিজি বদলের নির্দেশ দিল নির্বাচন কমিশন। রাজীব কুমারকে সরিয়ে বিবেক সহায়কে নতুন ডিজি হিসাবে নিয়োগ করা হয় সোমবার। তাতেও সন্তুষ্ট হননি নির্বাচন কমিশন। বিবেক সহায়ককে সরানোর নির্দেশ দিল কমিশন। বিবেকের জায়গায় দ্বিতীয়বারের নতুন ডিজি হলেন সঞ্জয় মুখোপাধ্যায়।
সোমবার নির্বাচনের পক্ষ থেকে ডিজি পদ থেকে রাজীব কুমারকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। পাশাপাশি নির্দেশ দেওয়া হয়েছিল যে সোমবার বিকেল পাঁচটার মধ্যে তিনজন আধিকারিকের নাম পাঠাতে হবে সুপারিশ হিসাবে। সেই মতো রাজ্যের পক্ষ থেকে বিবেকের পাশাপাশি আরও দুই আইপিএস আধিকারিক সঞ্জয় মুখোপাধ্যায় এবং রাজেশ কুমারের নাম সুপারিশ করা হয়েছিল।সেই সুপারিশ অনুযায়ী তালিকায় দ্বিতীয় নাম সঞ্জয় মুখোপাধ্যায়কে নতুন ডিজি হিসাবে নিয়োগ করা হয়েছে।