Former Indira Gandhi and famous actress Nargis Dutt were left out of the National Award. Just political! The question arises
দেশ
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক:
সেরা প্রথম ছবি ও সেরা জাতীয় সংহতি বিষয়ক ছবি, এই দুই জাতীয় পুরস্কার থেকে নাম বাদ গেল দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও খ্যাতনামা অভিনেত্রী নার্গিস দত্তর নাম।৭০তম জাতীয় পুরস্কারের জাতীয় পুরস্কারের বিধি সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে নাকি এমনটাই জানানো হয়েছে।জাতীয় পুরস্কারের নানা বিষয় ঢেলে সাজানোর লক্ষ্যে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক একটি কমিটি গঠন করেছিল। মন্ত্রকের অতিরিক্ত সচিব নীরজা শেখরের নেতৃত্বে সেই কমিটিতে পরিচালক প্রিয়দর্শন, বিপুল শাহ, সেন্সর বোর্ডের প্রধান প্রসূন জোশী প্রমুখ ছিলেন। কমিটির সুপারিশের ভিত্তিতে দাদাসাহেব ফালকে, স্বর্ণকমল, রজতকমলের মতো পুরস্কারের অর্থমূল্য যেমন বাড়ানো হয়েছে, তেমনই বেশ কিছু পুরস্কারের নামও পাল্টেছে। অনেক ক্ষেত্রে একাধিক পুরস্কারকে একসঙ্গে যুক্তও করে দেওয়া হয়েছে।
লোকসভা নির্বাচনের নতুন বিতর্ক জাতীয় পুরস্কার নিয়ে। প্রখ্যাত অভিনেত্রী নার্গিস ওপ্রাক্তনপ্রধানমন্ত্রী ইন্দিরার নাম বাদ পড়ার বিষয়টি নিয়ে। নরেন্দ্র মোদী সরকারের আমলে খেলরত্ন পুরস্কার থেকে রাজীব গান্ধীর নাম সরানো হয়েছে। এ বার জাতীয় পুরস্কার থেকে ইন্দিরার এবং কংগ্রেসের প্রয়াত অভিনেতা-সাংসদ সুনীল দত্তের স্ত্রী নার্গিসের নাম বাদ দেওয়ার সিদ্ধান্ত নিছক রাজনৈতিক কি না, চলছে সেই জল্পনাও। আর প্রাক্তন প্রধানমন্ত্রীর নামে যে পুরস্কার আগে সেরা প্রথম ছবি হিসেবে দেওয়া হতো, তা এখন থেকে নবাগত পরিচালকের দ্বারা নির্মিত সেরা ছবি হিসেবে গণ্য হবে বলেই খবর।