If anyone protested against Sheikh Shahjahan, efforts were made to silence them, claimed Modi
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: লোকসভা ভোটের আবহে আরও একবার সন্দেশখালি ইস্যু নিয়েই সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর দাবি শেখ শাহজাহানদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলেই তাঁদের মুখে কুলুপ এঁটে দেওয়ার প্রচেষ্টা করা হয়েছে। এক্ষেত্রে নবতম সংযোজন মিনাঁখার বিধায়ক উষারাণী দেবি। কারণ তাঁর ওপর এই বিষয় নিয়ে বিরক্ত প্রকাশ করে কয়েকদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ক্ষমা না চাইলে তাঁর সঙ্গে সম্পর্ক রাখা হবে না। বসিরহাট ও বারাসতের প্রার্থীর হয়ে মঙ্গলবার সভা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সেখান থেকেই তৃণমূল কংগ্রেসের অন্দরের এই বিবাদকে হাতিয়াড় করে সন্দেশখালি ইস্যুতে রাজ্যের শাসক দলকে নিশানা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, যে সমস্ত তৃণমূল নেতারা সন্দেশখালিতে শেখ শাহজাহানের কাজের প্রতিবাদ করেছে, সেটা যদি কোনও বিধায়কও হয়, তাহলেও তাঁদের চুপ করিয়ে দিয়েছে তাঁদের দল। এমনকি বিধায়ককেও এক্ষেত্রে ছাড় দেওয়া হয়নি।