Prime Minister’s message to the countrymen before the results are announced
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: শনিবার সন্ধ্যা থেকেই এক্সিট পোল বেরোনোর পর বিজেপি নেতারা নিশ্চিত হয়ে গেছে তাঁরাই ফের সরকারে আসছে। ইতিমধ্যে যে সমস্ত বড় সংস্থার তরফে এক্সিট পোল বের করা হয়েছে, সবেতেই কেন্দ্রে এনডিএ জোটকেই সম্ভাব্যজয়ী হিসেবে বেছে নেওয়া রয়েছে। এরই মধ্যে দেশবাসির উদ্দেশ্যে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের হ্যাটট্রিক আসন্ন বুঝতে পেরেই তিনি দেশবাসির উদ্দেশ্য বলেন, ‘ভারত এখন গ্লোবাল সাউথের গুরুত্বপূর্ণ অঙ্গ। দেশের প্রান্তিক মানুষের জন্য কাজ করতে তার দল দায়বদ্ধ। দেশের এই মূহূর্তে উন্নতির জন্য উৎপাদনের দিকে এবং উৎকর্ষের দিকেও নজর দিতে হবে। ভারতে রিফর্ম, ট্রান্সফর্ম, এবং পারফর্ম নীতি নিয়েছে তাঁরা। অনেক দেশ এখন ভারতের থেকে শিক্ষা নিতে চেষ্টা করছে মডেল হিসেবে। জি২০ সম্মেলনের পর ভারতকে আরও বেশি গুরুত্ব দিচ্ছে বিশ্ববাসি ‘।