Modi once again accused the Trinamool Congress of favoring minorities from Wednesday’s meeting
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: বুধবারের সভা থেকে ফের একবার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সংখ্যালঘু তোষণের অভিযোগ আনলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দীর্ঘ কয়েক সপ্তাহ ধরেই এরাজ্যে ভোটের প্রচারে এসে বারবার সাম্প্রদায়িক নীতি অবলম্বন করেছে বিজেপির নেতারা। বারবারই তৃণমূল কংগ্রেসের দিকে তোপ দেগেছেন তাঁরা। এবার শেষ দফা নির্বাচনের আগে দঃ ২৪ পরগনার কাকদ্বীপ থেকেও আরও একবার তৃণমূল কংগ্রেসকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর দাবি, সিএএ নিয়ে মতুয়াদের ভুল বোঝাচ্ছে তৃণমূল কংগ্রেস, অথচ তারাই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের জন্য ওবিসি সার্টিফিকেট প্রয়োজনে জাল করেও বানিয়ে দিচ্ছে বলে দাবি করেছেন তিনি। একইসঙ্গে তাঁর দাবি, তৃণমূল আশ্রিত জমি মাফিয়ারা গরিব মানুষের জমি দখল করছে। একই সঙ্গে সংবিধানের ওপরও এই তোষণের ফলে তৃণমূল কংগ্রেস আঘাত আনছে বলে দাবি করেন তিনি।