Trinamool condemns BJP for canceling Nadda Sabha
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: বুধবার হাবড়ায় বিজেপি সভাপতি জেপি নাড্ডার সভা খারাপ আবহাওয়ার জন্য বাতিল করা হয়। বারাসত লোকসভার অন্তর্গত হাবড়ায় বুধবার সভা করার কথা ছিল বিজেপির সর্বভারতীয় সভাপতির, কিন্তু সেদিন সেখানে সভা না করতেই পাল্টা লোক না থাকার কারণ টানল তৃণমূল কংগ্রেস। বুধবার অবশ্য দুপুরের দিকে কলকাতাসহ বেশ কয়েকটি অঞ্চলেই ভারী বৃষ্টি হয়েছিল। যদিও স্বপন মজুমদারের পক্ষে হওয়ার কথা থাকলেও সেই সভা বাতিল হয়। এরপরই তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতারা দাবি করেছেন, ১০০০ লোকও হয়নি বিজেপির সভায়, সেই কারণেই নাকি জেপি নাড্ডা সেই সভা বাতিল করে দিয়েছেন। বারাসতে বিজেপির এই করুণ অবস্থা তিনি দেখতে চাননি, পাল্টা বিজেপিও দাবি করেছে প্রচুর কার্যকর্তা সেখানে ছিল, কিন্তু আবহাওয়া খারাপ থাকার কারণেই তিনি আসতে পারেননি।