Central,s CAG report is wrong! Chief Secretary BP Gopalika clarified about UC with logic.
রাজ্য
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক:
CAG রিপোর্ট খোলসা করলেন মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকা । এদিন নবান্নে সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন কেন্দ্রের পাঠানো সিএজি রিপোর্টে ২০২১ সালে ২ লক্ষ ২৯ হাজার কোটি টাকার ইউসি দেওয়া হয়নি বলে দাবি করা হয়েছে। মুখ্যসচিব জানান, এটা ভুল রিপোর্ট। সরকার এটা মানছে না। তিনি আরও জানান, ”আটটা দপ্তর নিয়ে আলাদা করে বলা হয়েছে যে এদের ইউটিলাইজেশন সার্টিফিকেট বাকি আছে। আমরা আটটা দপ্তর কেই বিষয়টি খতিয়ে দেখতে বলি। শুধু ২০২২ নয়, ২০২১-২০২২ পর্যন্ত সব UC জমা দেওয়া হয়েছে।”এ বিষয়ে মুখ্যসচিব আরও ব্যাখ্যা করে বলেন, ”যখনই কোনও দপ্তর কেন্দ্র থেকে টাকা পায়, তখন সেই টাকা পাওয়ার আগে ইউসি জমা দিতে হয়। জমা না দিলে টাকা পাওয়া যায় না। এই রিপোর্টে প্রায় ২০ বছরের একটা হিসাব দেওয়া হচ্ছে। এতগুলো বছর ধরে যদি ইউসি না দেওয়া হয়ে থাকে, তাহলে এতদিন পরে কেন এটা বলা হল না? এটি ভ্রান্ত রিপোর্ট।
শুক্রবার মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকা জানিয়েছেন ”গত দু বছরের প্রায় ৩৩৪ টি কেন্দ্রীয় প্রতিনিধি দল এসেছে। এর মধ্যে সবচেয়ে বেশি পরিদর্শন হয়েছে পঞ্চায়েত দপ্তরে। আমাদের কাছে এই দল এখনও পর্যন্ত যা জানতে চেয়েছে তার সব উত্তর আমরা দিয়ে দিয়েছি। আমাদের জমা দেওয়া সব ইউটিলাইজেশন সার্টিফিকেট আমাদের কাছে আছে।”