12-hour ED search: Investigators took documents, mobile from Tapas Roy’s house
রাজ্য
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : শুক্রবার বরাহনগরের তৃণমূল বিধায়ক তাপস রায়ের বউবাজারের বাড়িতে সকালে ৬টা ৪০ মিনিটে বরাহনগরের তৃণমূল বিধায়কের বউবাজারের বাড়িতে তল্লাশি অভিযান শুরু করেছিল ইডি। বেরিয়ে আসেন সন্ধ্যা ৬টা ২০ মিনিট নাগাদ।ইডির তল্লাশি শেষ হওয়ার পর সাংবাদিকদের তাপস জানিয়েছেন, ‘‘কিছুই পায়নি ওরা। তবে আমার মোবাইলটা নিয়ে গিয়েছে’’। পুর নিয়োগ দুর্নীতির মামলায় সকাল থেকেই শহরে বিভিন্ন জায়গাতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তৎপরতা দেখা গিয়েছিল। তল্লাশি অভিযানে বরাহনগরের তৃণমূল বিধায়ক তাপস এবং রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়িতর দক্ষিণ দমদম পুর সভার প্রাক্তন চেয়ারম্যান সুবোধ চক্রবর্তীর একাধিক ঠিকানায় হানা দেয়ইডি আধিকারিকরা।