Along with the highest run in the history of IPL, Sunrisers Hyderabad also defeated Mumbai Indians
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রানের পাশাপাশি মুম্বাই ইন্ডিয়ান্সকেও হারিয়ে দিল সানরাইজার্স হায়দরাবাদ। ৩১ রানে ম্যাচ জিতল প্যাট কামিন্সের দল। প্রথমে ম্যাট করে ৩ উইকেটে ২৭৭ রান করে হায়দরাবাদ। ৮০ রান করেন ক্লাসেন। ৬৩ রান করেন হেড ও অভিষেক শর্মা। ২৭৮ রানের বিশাল লক্ষমাত্রা নিয়ে খেলতে নেমে শুরুটা ভালোই করেছিল রোহিত শর্মা এবং ঈশান কিষাণ। কিন্তু ফিনিশ ঠিক ভাবে করতে পারলেন না হার্দিক পন্ডিয়া। একটা সময় মনে হচ্ছিল মুম্বাই জিতে যেতেও পারে। কিন্তু অধিনায়ক হার্দিক ম্যাচ খেলেন একদিনের ম্যাচের মেজাজে। রোহিত শর্মা করেন ১২ বলে ২৬ রান। ১৩ বলে ৩৪ রান করেন ঈশান কিষাণ। ৩৪ বলে ৬৪ রান করেন তিলক বর্মা, টিম ডেভিডও করলেন লড়াকু ৪২ রান ২২ বলে। অথচ অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া ২০ বলে কলেন মাত্র ২২ রান। বল নষ্টের খেসারত দিতে হল তার দলকে। শেষদিকে রোমারিও শেফার্ড চেষ্টা করলেন। তবে অধিনায়কত্বের দিক থেকে বৈচিত্র্য দেখিয়ে গেলেন সানরাইজার্সের অধিনায়ক প্যাট কামিন্স। তিনি যেভাবে বোলিং চেঞ্জ করলেন তাতেই ম্যাচ ঘুরল। সেখানে বোলিং নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে হয়ে ডুবলো মুম্বই ইন্ডিয়ানস। এক ম্যাচে ৪০ ওভারে উঠল ৫২৩ রান।