Ashutosh’s fight failed, Mumbai Indians won the match by 9 runs
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: আশুতোষ শর্মার দুরন্ত লড়াই সত্বেও মুম্বাইয়ের বিরুদ্ধে জিততে পারল না পাঞ্জাব। দলের প্রথম সারির সব ব্যাটাররা নিয়মিত খারাপ পারফরম্যান্স করাকেই যেন রীতি বানিয়ে দিয়েছে এবারের আইপিএলে। আর সেই সুযোগটাই কাজে লাগিয়ে নিজেদের দুরন্ত ছন্দ দেখানোর মঞ্চ হিসেবে বেছে নিয়েছে পাঞ্জাবের দুই ক্রিকেটার আশুতোষ শর্মা এবং শসাঙ্ক সিং। এদিনও মুম্বাইয়ের দেওয়া ১৯৩ রানের লক্ষ্যমাত্রা তারা করতে নেমে তারাই করলেন। প্রথমে ব্যাট করতে নেমে সুর্যকুমার যাদবের ৭৮ রান এবং রোহিত শর্মার ৩৬ রানের ইনিংস মুম্বাইকে বড় রানের মঞ্চ তৈরি করে দিয়েছিল। এরপর তিলক বর্মা এসে ১৮ বলে ৩৪ রান করে মুম্বাইকে ৭ উইকেটে ১৯২ রানে পৌঁছে দেয়। এরপর ব্যাট করতে নেমে প্রথম চার ক্রিকেটারের রান যথাক্রমে ৬,০,১,১। এর মধ্যে রয়েছে তিন বিদেশী ব্যাটসম্যান স্যাম কারান, লিয়াম লিভিংস্টোন এবং রিলি রুশো। প্রভশিরমান সিং, জীতেশ শর্মারা রান পেলেন না। লড়লেন সেই শসাঙ্ক সিং, করলেন ২৫ বলে ৪১ রান। আশুতোষ শর্মা ২৮ বলে ৬১ করলেন, কিন্তু কয়েতজির বলে তার আউট হওয়াটাই পাঞ্জাবের লড়াই শেষ করে দেয়। ৯ রানে দূরে থেমে যায় কিংসের লড়াই। ম্যাচে ৩ উইকেট নিয়ে সেরার পুরস্কার পান মুম্বাইয়ের যশপ্রীত বুমরাহ।