Mumbai Indians defeated Royal Challengers Bangalore by 7 wickets.
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৭ উইকেটে হারিয়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স। দুরন্ত ছন্দে মুম্বাই বড় রান চেজ করা শুরু করে। তাই প্রায় ২০০- র কাছাকাছি রানও ২৭ বল বাকি থাকতে জিতে যায় মুম্বাই। প্রথমে ব্যাট করে দীনেশ কার্তিকের ঝড়ো ৫৩ রান এবং আরসিবি অধিনায়ক ফ্যাফ দুপ্লেসিসের ৬১ রানে ভর করে ৮ উইকেটে ১৯৬ রান করে বেঙ্গালুরু। বিরাট কোহলি এদিন রান পাননি। তবে আরো সমস্যার বিষয়, এদিনও ০ রানেই আউট হন গ্লেন ম্যাক্সওয়েল। সেই সঙ্গে বোলারদের খারাপ পারফর্মেন্স। নূন্যতম লড়াই টুকুও দিতে পারল না বেঙ্গালুরু। ব্যাট করতে নেমে আগুনে মেজাজে দেখা যায় ইশান কিষাণকে। ৩৪ বলে ৬৯ রানের অসাধারণ ইনিংস খেলেন ইশান। আরেক ওপেনার রোহিত শর্মা করেন ২৪ বলে ৩৮ রান। কিন্তু চোট কাটিয়ে সদ্য মাঠে ফেরা সূর্যকুমার যাদব ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে মাঠে নেমেই সব নজর কেড়ে নিলেন। ১৯ বলে করলেন ৫২। মারলেন ৫টি বাউন্ডারি এবং ৪টি ওভার বাউন্ডারি। সেই সুবাদেই ২৭ বল বাকি থাকতে সহজেই ম্যাচ জিতে নিল মুম্বাই। সঙ্গে এবারের আইপিএলের দ্বিতীয় জয়ের দেখাও পেয়ে গেলেন তারা। এদিনের ম্যাচে আরসিবির সমস্ত বোলারদের ইকোনমি ছিল ১০- এর ওপরে।