Mumbai Indians got their first win in IPL.Rohit Sharma, Ishan Kishan beat Delhi Capitals by 29 runs.
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: আইপিএলে প্রথম জয়ের দেখা পেল মুম্বাই ইন্ডিয়ানস। দিল্লি ক্যাপিটালসকে ২৯ রানে হারিয়ে দিল রোহিত শর্মা, ইশান কিষানরা। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে দাপুটে ইনিংস খেলেন দুই ওপেনার রোহিত এবং ইশান। আর তাতেই কার্যত লণ্ডভণ্ড হয়ে যায় দিল্লির বোলিং লাইন আপ। ২৭ বলে ৪৯ রান করেন রোহিত শর্মা। ২৩ বলে ৪২ রান করেন ঈশান কিষান। শেষ দিকে ২১ বলে ৪৫ রানের ইনিংস খেলেন টিম ডেভিড। এদিনও অবশ্য অত্যন্ত ধীরগতিতে ব্যাটিং করতে দেখা যায় মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে। শেষ দিকে ১০ বলে ৩৯ রানের ঝড়ো ইনিংস খেলে দেন রোমারিও শেপার্ড । এই ইনিংস টাই পার্থক্য গড়ে দেয় ম্যাচে। ২০ ওভারে ২৩৪ রান করে মুম্বাই। জবাবে ব্যাট করতে নেমে দিল্লি দলও অসাধারণ লড়াই দেয়। ওপেনার পৃথ্বীর শ – করেন ৬৬ রান। ট্রিস্টান স্টাভস করেন ২৫ বলে ৭১ রান। অভিষেক পোড়েল করেন ৩১ বলে ৪১ রান। কিন্তু তাদের লড়াই দিল্লিকে জেতাতে পারেনি। ২৯ রান দূরে থেমে যায় দিল্লির ইনিংস। টানা তিন ম্যাচে হারের পর অবশেষে পয়েন্টের খাতা খুলল মুম্বাই দল। দিল্লি এবং মুম্বাই দুই দলেরই চার ম্যাচ থেকে পয়েন্ট সংখ্যা দাঁড়ালো ২।