Mumbai City vs Mohun Bagan in ISL Final
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: শনিবার যুবভারতীতে আইএসএল ফাইনাল। মোহনবাগানের সামনে মুম্বাই সিটি এফসি। জিতলেই ইতিহাস গড়বে সবুজ মেরুন শিবির। একই মরশুমে জিতবে আইএসএল লিগ শিল্ড এবং আইএসএল ট্রফি।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে খেলতে নেমে প্রথম দল হিসেবে ট্রফি ধরে রাখবে তারা। কিন্তু মুম্বাই দল বেশ শক্তিশালী। তারাও বদলা নিতে মুখিয়ে আছে। কারণ এই মোহনবাগানের বিপক্ষে হেরেই তারা লিগ শিল্ড হাতছাড়া করেছিল। ফলে তাদের কাছে এই ম্যাচও সম্মান রক্ষার। এছাড়া কলকাতায় খেলা হওয়ায় তারা অনেকটা ধরেই নিচ্ছে বাগান সুবিধা পাবে, ফলে হারানোর কিছু নেই তাদের কাছে। এটাই বড় অ্যাডভান্টেজ তাদের কাছে। এদিকে মোহন বাগান দল হাবাসের কোচিংয়ে যেন তেল খাওয়া মেশিন। দুরন্ত গতিতে ছুটে চলেছে। ওড়িশার বিপক্ষে প্রথম লেগে হেরেও দ্বিতীয় লেগে জিতেছে বাগান। এবার ফাইনালে শেষ ম্যাচে মুম্বাইকে হারাতে পারলেই ২০২১ সালের বদলা নিতে পারবেন লিস্টন – মনবিররা। আক্রমণে কামিন্সের ওপরই আস্থা রাখছেন কোচ। এটাই শেষ ম্যাচ টাই পেট্রাতোস এবং কাউকোকে আরো বাড়তি তাগিদ নিতে বলেছেন কোচ। এখন দেখার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহনবাগান ট্রফি ধরে রাখে, না আরব সাগরের তীরে যায় আইএসএলের নক আউট ট্রফি।