The once powerful leader Mukul Roy could not say anything about the future of the Trinamool Party.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: ভালো নেই মুকুল রায়। শরীর দীর্ঘদিন ধরেই অসুস্থ। একদমই শয্যাশায়ী অবস্থা তাঁর। ছেলে ছিলেন বিধায়ক। কিন্তু মুকুল রায় তৃণমূল ছাড়ার পর বিজেপির টিকিটে শুভ্রাংসু রায় দাঁড়ালেও তিনি জিততে পারেননি। এরপর বিজেপি ছেড়ে তৃণমূলে মুকুল রায় ফিরে এলেও ছেলে আর বিধায়কের টিকিট পাননি। কাউন্সিলর ভোটের টিকিট পেয়েছিলেন। এরই মধ্যে মঙ্গলবার বোলপুর আদালতে প্রায় ১৪ বছর আগের এক খুনের মামলায় হাজিরা দিতে গেছিলেন বর্ষিয়াণ এই নেতা। বর্তমানে তৃণমূলে রয়েছেন তিনি। বিজেপির টিকিটে অবশ্য জিতেছেন। এই মূহূর্তে শরীরের যা অবস্থা তাতে বিধানসভা সেভাবে আসতে পারেননা তিনি। বোলপুর আদালতে তৃণমূল কংগ্রেসের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হয় মুকুল রায়কে। কিন্তু তিনি এতটাই অসুস্থ যে গলা থেকে আওয়াজ বেরোয়নি তাঁর। ফলে দলের পারফরমেন্স নিয়ে কিছুই বলতে পারেননি এক সময়ের এই দাপুটে নেতা।