The Central Election Commission is sending more forces for the fifth phase of elections.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: সোমবার ছিল চতুর্থ দফার নির্বাচন। অন্যান্যবারের তুলনায় এবারে কিছুটা হলেও অশান্তির ঘটনা কম এসেছে। যদিও বিক্ষিপ্ত অশান্তি হয়েই চলেছে। এরই মধ্যে পঞ্চম দফার নির্বাচনের জন্য আরও বাহিনী পাঠাচ্ছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। এক্ষেত্রে শুধু ঝাড়গ্রামেরই প্রত্যেক বুথের জন্য আটজন জওয়ানকে পাঠানো হচ্ছে। প্রায় ৭৬২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে পঞ্চম দফার নির্বাচনে। ঝাড়গ্রাম সংলগ্ন এলাকায় মাওবাদীদের একটা প্রভাব থাকায় কোনও ঝুকি নিতে চাইছে না কমিশন। পঞ্চম দফায় ৭৬২ বাহিনী কেন্দ্রীয় কম্পানি আসলেও, পরের দুই দফায় সেই সংখ্যাও আরও খানিকটা বাড়বে। শান্তিপূর্ণ নির্বাচন করতে ষষ্ঠ দফায় এরাজ্যে ভোটের দায়িত্বে থাকবে ১০০০ কোম্পানিরও বেশি কেন্দ্রীয় বাহিনী। সপ্তম এবং শেষ দফাতে সেই সংখ্যাও আরও কিছুটা বাড়ার সম্ভাবনা আছে বলে কমিশন সূত্রে খবর।