After becoming the champions of the I-League, the footballers won individual awards this time
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: আইলিগ চ্যাম্পিয়ন হয়েছে মহামেডান স্পোটিং ক্লাব। এক ম্যাচ বাকি থাকতেই লিগ জয় নিশ্চিত করে ফেলেছিলেন সাদা কালো ফুটবলাররা। শ্রীনিধী ডেকানকে পিছনে ফেলে লিগ জিতলেও শেষ ম্যাচে অপ্রত্যাশিতভাবেই হেরে যায় তারা। তবে তাতে খুব বেশি জয়ের আনন্দে চোনা পড়েনি। এরই মধ্যে আইলিগের পাশাপাশি আরো পুরস্কার এল তাদের পকেটে। এবার অবশ্য ফুটবলাররা জিতলেন ব্যাক্তিগত ট্রফি। সেরা কোচ থেকে সেরা গোলরক্ষক, বেশ কয়েকটি পুরস্কার এসেছে তাদের ঝুলিতে।এক ঝলকের মহমেডানের পুরস্কার তালিকা -১. সেরা মিডফিল্ডার: মিরজালোল কাসিমভ ২. সেরা গোলরক্ষক: পদম ছেত্রী ৩. সেরা কোচ: আন্দ্রে চেরনিশভ ৪. সেরা মিডিয়া অপারেশনস: মহামেডান স্পোর্টিং ক্লাব ৫. সেরা ম্যাচ আয়োজক: মহামেডান স্পোর্টিং ক্লাবআইলিগ কর্তৃপক্ষের তরফে এই পুরস্কারগুলো ঘোষণা করা হয়। লিগ জয়ে পাশাপাশি এমন পুরস্কার জিতে উচ্ছসিত সাদা কালো ফুটবলাররা।