Johnny Kauko appeared in Mohun Bagan practice
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক : মোহনবাগানে চলে এলেন মুশকিল আশান জনি কাউকো। ফিনিশ মিডফিল্ডার যোগ দিয়ে দিলেন বাগানের অনুশীলনে। যদি বল পায়ে পুরো দমে নয়, আপাতত অনুশীলনে এসে কোচের সঙ্গেই কথা বললেন কাউকো। হাবাসকে চেনেন আগে থাকতেই। ফলে তার অধীনে খেলতে সমস্যা হবে না। কিন্তু এক বছর প্রায় মাঠের বাইরে থাকার পর তার ফিটনেস কোন জায়গায় রয়েছে সেটা দেখে নিতে চান কর্তারা। তবে ফিনল্যান্ডের এই মিডফিল্ডার যদি ফিট থাকেন, তাহলে যে প্রতিপক্ষ দলের চাপ বাড়বেই তা বলাই যায়। ডার্বির আগে তিনি দলের সঙ্গে যোগ দিয়েছেন বটে। কিন্তু কড়া হেডস্যার হাবাস তার ডার্বির লিস্টে কোথাও রাখছেনই না কাউকোকে। কারণ দলের সঙ্গে তার কোনও বোঝাপ়ড়াই নেই। সই সাবুদের বিষয়টাও সময় সাপেক্ষ। তুরুপের তাস দিমিত্রি পেত্রাতোসের ওপরই তাই ডার্বিতে ভরসা করছেন হাবাস।