Mohun Bagan’s hat trick of victory
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক : জয়ের হ্যাটট্রিক মোহনবাগানের আই এস এলে টানা তিন ম্যাচে জয় পেল। মোহনবাগান নর্থইস্ট ইউনাইটেড কে ৪-২ গোলে হারালো সবুজ মেরুন শিবির। যুবভারতীতে ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়েছিল মোহনবাগান। কিন্তু খেলায় যতই সময় গড়ায় ম্যাচের রাশ নিয়ে ফেলে মোহনবাগান ফুটবলাররা। প্রথমার্ধের সংযুক্ত সময় মোহনবাগানকে সমতায় ফেরান লিস্টন কোলাসো। এর তিন মিনিটের মধ্যেই ফের গোল। জনি কাউকের সাজিয়ে দেয়া বলে পা ছুঁয়ে গোল করে যান জ্যশন কামিন্স।
দ্বিটিয়ার্ধের শুরুতেই ছন্দপতন। টম জুরিচের গোলে সমতায় ফেলে নর্থইস্ট। তবে খুব বেশি অপেক্ষা করতে হয়নি মোহনবাগানকে ফের লিড পেতে। ৫৩ মিনিটে বাগানের হয়ে তৃতীয় গোলটি করেন দ্বিমিত্রি পেট্রাতোস। এর চার মিনিট পর বাগানের চতুর্থ গোলটি করেন সাহাল আব্দুল সামাদ। এই জয়ের ফলে লীগ টেবিলে ১৪ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এল মোহনবাগান।