Odisha FC defeated Kerala Blasters in the first playoff.Mohun Bagan’s opponent in the semi-final is Odisha
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান সুপার লিগের প্লে অফ শুরু হয়ে গেল। প্রথম প্লে অফেই কেরল ব্লাস্টারকে হারিয়ে দিল ওড়িশা এফসি। ম্যাচে অবশ্য তারা এগিয়ে থেকেই নেমেছিল মানসিক দিক থেকে। কারণ তারা লিগের ওপরের দিকেই ছিল। এছাড়া দলে মুরতাদা ফল, রয় কৃষ্ণা, দিয়েগো মরিসিওর মত দল থাকায় ওড়িশা বেশ শক্তিশালী দল। ম্যাচে অবশ্য এগিয়ে গেছিল কেরলের দিল। কিরনিচ গোল করে ৬৭ মিনিটে এগিয়ে দিয়েছিল ব্লাস্টার্সকে। কিন্তু ৮৮ মিনিটে সেই গোল পরিশোধ করে দেন ওড়িশার স্ট্রাইকার দিয়েগো মরিসিও। এরপর ম্যাচ গড়ায় এক্সট্রা টাইমে। সেখানেই ভানলাল রুয়াতফেলা গোল করে ওড়িশার জয় নিশ্চিত করে দেন। এরপর সারজিও লোবেরা গোল মুখ বন্ধ করে দেন অতিরিক্ত ডিফেন্ডার নামিয়ে। শেষমেষ ২-১ গোলে জিতে নেয় ম্যাচ । শনিবার দ্বিতীয় প্লে অফ ম্যাচে মুখোমুখি গোয়া ও চেন্নাই এফসি। সেমিতে মোহনবাগানের প্রতিপক্ষ ওড়িশা। প্রথম লেগ হবে ওড়িশার মাঠে।