Mohun Bagan – Odisha face off on Tuesday in the Kalinga war
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: মঙ্গলবার আইএসএলের প্রথম সেমিফাইনাল। প্রথম লেগের ম্যাচে ওড়িশায় মাঠে নামছে মোহনবাগান সুপার জায়ান্টস এবং ওড়িশা এফসি। এখনও পর্যন্ত এবারের আইএসএলে দুই দলের মধ্যে কেউই কাউকে হারাতে পারেনি। দুই লেগের ম্যাচই ড্র হয়েছিল। কিন্তু এবার তো সেমিফাইনাল, ফলে ড্রয়ের কোনও জায়গা নেই দুই লেগ শেষে। প্রথম লেগের ম্যাচ আওয়ে ম্যাচ। তাই বাগান কোচ হাবাস চাইবেন গোল না খেয়েই পয়েন্ট নিয়ে আসতে। জিততে পারলে ভালো, কারণ ঘরের মাঠে আহমেদ জাহু, রয় কৃষ্ণা, দিয়েগো মরিসিওরা প্রেসিং ফুটবল খেলে। অন্যথায় ম্যাচ থেকে ১ পয়েন্টই বের করে আনতে চাইবেন তিনি। ডাগ আউটে তাঁর ফেরা অনেক স্বস্তি দিয়েছে টিম ম্যানেজমেন্টকে। সবেমাত্র শিল্ড জিতেছে দল, ফলে আত্মতুষ্টি গ্রাস করতে পারে ফুটবলারদের। ম্যাচের আগে তাই কড়া বাগান হেডস্যার। স্পষ্ট করেই বুঝিয়ে দিয়েছেন, ডিফেন্স সামলেই এই ম্যাচে আক্রমণে যেতে হবে। গোল করতে গিয়ে গোল খেলে চলবে না। মনবীরের পাশাপাশি ডিফেন্স শক্তিশালি করতে আওয়ে ম্যাচে আশিস রাইকে নামাতে চলেছেন হাবাস। আক্রমনে পেত্রাতোসের পাশে শুরু করতে পারেন কামিন্স।