Mumbai City FC made Mohun Bagan’s job difficult. Mumbai beat Odisha FC 2-1
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: মোহনবাগানের কাজ কঠিন করে দিল মুম্বাই সিটি এফসি। ওড়িশা এফসিকে ২-১ গোলে হারিয়ে দিল মুম্বই। সেই সঙ্গে শিল্ড জয়ের দৌরিভেক ধাপ এগিয়ে গেল তারা। পরিস্থিতি যা দাঁড়ালো, তাতে মোহনবাগানের বিরুদ্ধে ড্র করলেও শিল্ড চ্যাম্পিয়ন হয়ে যাবে তারা। এক সময় ম্যাচ ১-১ যাচ্ছিল। তখন কিছুটা স্বস্তি পেয়েছিল সবুজ মেরুন শিবির। কিন্তু দ্বিতীয়ার্ধে ছাঙতের গোলে আবারও এগিয়ে যায় তারা। তাতেই কার্যত জয় নিশ্চিত হয়ে যায় তাদের। ২২ মিনিটে জর্জ দিয়াজের গোলে এগিয়ে যায় মুম্বই। এর ৩ মিনিট পরই মুম্বাইকে সমতায় ফেরান দিয়েগো মরিসিও। শেষ মেষ ২-১ গোলেই ওড়িশাকে হারায় মুম্বই। পরিস্থিতি যা দাড়াল তাতে পরের ম্যাচ মোহনবাগানকে জিততে হবে, তারপর মুম্বই ম্যাচও জিততে হবে। আর পরের ম্যাচে পয়েন্ট নষ্ট করলে, সেদিনই শিল্ড জিতে যাবে মুম্বাই সিটি এফসি।