Mohun Bagan camp released Hugo Boumos before the start of the second phase of ISL
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : আইএসএলের দ্বিতীয় পর্বের শুরুর আগেই হুগো বুমোসকে ছেড়ে দিল মোহনবাগান শিবির। সব ঠিক ঠাক থাকলে এই মরোক্কান ফুটবলার যোগ দেবেন মুম্বই সিটি এফসিতে। পুরোনো ক্লাবের জার্সি ফের গায়ে চাপাতে চলেছেন বুমোস। যে ক্লাব থেকে কলকাতার শতাব্দী প্রাচিন ক্লাবে যোগ দিয়েছিলেন, সেই মুম্বইয়ের জার্সি গায়ে চাপাতে চলেছেন বুমো। ডার্বি ম্যাচের দলে ছিলেন না। হাবাস আসার পর থেকে আর মোহনবাগান দলে তার জায়গা আগের মতো পাকা ছিল না। কোচের স্পষ্ট বার্তা ছিল পারফরমেন্স করেই দলে জায়গা করতে হবে। মোহনবাগানের আইএসএল এবং ডুরান্ড কাপজয়ী দলের সদস্য হলেও এদানিংকালে তার পারফরমেন্স গ্রাফ ছিল নিম্নমুখি। পারফরমেন্সের ধারে কাছে ছিলেন না ফ্রান্সে জন্মানো এই ফুটবলার। অবশ্য দিমিত্রি পেত্রাতোস বাদে কোনও ফুটবলারই সেভাবে নজর কাড়তে পারেননি এই মরসুমে। কামিন্স, সাদিকুকে রেখে দেওয়া হলেও বুমোসকে শেষমেষ ছেটে ফেলারই সিদ্ধান্ত নিলেন মোহনবাগান সুপার জায়ান্টসের কর্তারা। গত মরসুমে ২০টি আইএসএলের ম্যাচে পাচটি গোলের পাশাপাশি ৪টি অ্যাসিস্ট করেছিলেন বুমোস। শেষ পর্যন্ত এহেন বুমোসকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন বাগানের টিম ম্যানেজমেন্ট।