Mohun Bagan aiming to kill Punjab in Delhi with a target of 3 points
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: শনিবার মাস্ট উইন ম্যাচ মোহনবাগানের। আওয়ে ম্যাচে আইএসএলে বাগানের সামনে পাঞ্জাব এফসি। হাবাস অসুস্থতার কারণে গত ম্যাচে ডাগ আউটে ছিলেন না। ফলও হাতে নাতেই পেয়েছে সবুজ মেরুন। চেন্নাইয়িন এফসির বিপক্ষে ঘরের মাঠে ৩-২ গোলে হারতে হয়েছে তাদের। সেই সঙ্গে শিল্ড জয়ের অধরা স্বপ্ন পূরণের কাজ আরো কঠিন করে ফেলেছেন পেত্রাতোস, কাউকোরা। এই ম্যাচ থেকে পয়েন্ট নষ্ট মানেই শিল্ড গঙ্গায় ভাসিয়ে দেওয়া। এখনও সম্পূর্ন সুস্থ নন হাবাস। ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনেও আসেননি। তবে দলের ফুটবলারদের পাঞ্জাব ম্যাচের রণকৌশল তৈরি করে দিয়েছেন তিনি। চেনা ৩-৪-২-১ ফর্মেশন থেকে বেরিয়ে পাঞ্জাবের বিপক্ষে ৪-৫-১ ফর্মেশনে যেতে পারেন হাবাস, কারণ স্ট্রাইকাররা গোল করলেও সেই লিড ধরে রাখতে বার ব্যর্থ হচ্ছে ডিফেন্স। কাউকো গর ম্যাচে নজর কাড়তে পারেননি। শেষ তিন ম্যাচে ফিনিশ মিডফিল্ডারের থেকে বাড়তি কসরৎ দেখতে চাইছেন হাবাস। এখন দেখার শেষ হাসি হেসে পয়েন্ট নিয়ে ফিরতে পারে কিনা মোহনবাগান।