Mohun Bagan Super Giants started dreaming of winning the Shield.
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: শিল্ড জয়ের স্বপ্ন দেখা শুরু করে দিল মোহনবাগান সুপার জায়ান্টস। আওয়ে ম্যাচে বেঙ্গালুরু এফসিকে ৪-০ গোলে হারিয়ে দিল সবুজ মেরুন শিবির। বাগান এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্বক ভঙ্গিতে শুরু করে। কারণ এই ম্যাচ ছিল তাদের কাছে ডু অর ডাই। ম্যাচের ১৭ মিনিটেই হেক্টর ইউসতে গোল করে এগিয়ে দেয় বাগানকে। প্রথমার্ধে পেনাল্টি পায় বেঙ্গালুরু এফসি। কিন্তু সুন চেত্রীর শট বারে লেগে প্রতিহত হয়। ওটাই শেষ পর্যন্ত টারনিং পয়েন্ট হয়ে যায়। ৫১ মিনিটে জনি কাউকোর পাস থেকে গোল করে যান মনবীর সিং। ৫৪ মিনিটে ফের গোল। এবারে কাউকোর পাস পেট্রাতোসের পা ঘুরে আসে অনিরুদ্ধ থাপার কাছে। সেই বলে পা ছুঁইয়ে হল করেন অনিরুদ্ধ। ৫৯ মিনিটে আরমান্দো সাদিকু ব্যাবধান ৪-০ করেন। পরের ম্যাচ মুম্বাই সিটি এফসির বিপক্ষে জিতলেই শিল্ড চ্যাম্পিয়ন হয়ে যাবে মোহনবাগান। ড্র হলে বা হারল চ্যাম্পিয়ন হবে মুম্বাই।