Mohun Bagan is going to play an important match of ISL on Thursday.
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: বৃহস্পতিবার আইএসএল-এর গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে নামছে মোহনবাগান। আওয়ে ম্যাচে বেঙ্গালুরু এফসির বিপক্ষে কান্তিরাভা স্টেডিয়ামে মুখোমুখি অন্তনিও লোপেজ হাবাসের মোহনবাগান। শিল্ড জয়ের আশা বাঁচিয়ে রাখতে গেলে এই ম্যাচ জিততেই হবে সবুজ মেরুনকে। যদি এই ম্যাচ থেকে তারা পয়েন্ট নষ্ট করে, তাহলে শিল্ড জয়ের দৌড়ে আর থাকবে না তারা। কারণ মুম্বাই দল ইতিমধ্যেই মোহনবাগানের থেকে অনেকটাই এগিয়ে আছে। ফলে শেষ ম্যাচে মোহনবাগান যদি হারিয়েও দেয় মুম্বাইকে, তাহলেও কাউকোরা ছুঁতে পারবে না তাদের। ফলে শিল্ড জয়ের স্বপ্ন অটুট রাখতে বেঙ্গালুরুর বিপক্ষে ৩ পয়েন্ট পেতে মরিয়া পেট্রাতোস, কাউকোরা। এই বেঙ্গালুরুকেই কদিন আগে যুবভারত স্টেডিয়ামে হারিয়েছে ইস্টবেঙ্গল। সুনীল ছেত্রী থাকলেও অন্যান্য বারের মতো এবারে বেঙ্গালুরু মোটেই শক্তিশালী নয়। ২১ ম্যাচ থেকে তাদের পয়েন্ট যেখানে ২২ ,সেখানে মোহনবাগানের ২০ ম্যাচ থেকে পয়েন্ট ৪২। এই পার্থক্যটাই বুঝিয়ে দিচ্ছে কলকাতা আর বেঙ্গালুরুর দলটির মধ্যে কতটা পার্থক্য রয়েছে। কিন্তু এবারে মোহনবাগান দল যা করে দেখিয়েছে তা চিন্তায় ফেলেছে টিম ম্যানেজমেন্টকে। একটা ম্যাচে হাবাস ডাগআউটে ছিলেন না, সেই ম্যাচে লিগের তলানিতে থাকা চেন্নাইয়িন এফসির বিপক্ষে হোম ম্যাচ অব্দি হেরে বসেছে মোহনবাগান। যার ফলেই শিল্ড জয়ের কাজটা কঠিন হয়ে গেছে তাদের। বৃহস্পতিবার অ্যাটাকিং ফুটবল খেলে ডানদিকে মনবীর, আর বাঁদিকে লিস্টনকে রেখেই দল সাজাতে চলেছেন বাগান কোচ। সামনে থাকবেন অস্ট্রেলিয়ান কামিংস এবং পেট্রাতোস। পাঞ্জাব ম্যাচে ছন্দে পাওয়া যায়নি কাউকোকে। এই ম্যাচে তাই বাড়তি গুরুত্ব দিয়ে তাকে খেলতে বলা হয়েছে। প্রত্যেক ম্যাচই ডিফেন্স ভয়ঙ্কর ভুল করে ফেলছে। যার ফলে গোল করে এগিয়ে গিয়েও সেই লিড ধরে রাখা যাচ্ছে না। এই ম্যাচে তাই চারজন ডিফেন্ডারের পাশাপাশি একজন ব্লকার রেখে তাকে সারাক্ষণ ডিফেন্সকে সাহায্য করতে বলা হচ্ছে। এদিকে গোলরক্ষককেও হাবাস বলে দিয়েছেন, যাতে বারংবার ডিফেন্সকে কল দেয় কোনরকম ভুল বোঝাবুঝিয়ে এড়াতে। এখন দেখার আওয়ে ম্যাচ থেকে ৩ পয়েন্ট নিয়ে ফিরে আসতে পারে কিনা মোহনবাগান সুপার জায়ান্টস।