FC Goa in front of Mohun Bagan
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক : বুধবার আইএসএলের আওয়ে ম্যাচে গোয়ার ফতোর্দা স্টেডিয়ামে খেলতে নামছে মোহনবাগান সুপার জায়ান্টস। গত ম্যাচে বিদেশিহীন হায়দরাবাদের বিপক্ষে জিতলেও পারফরমেন্স মন কাড়তে পারেনি সবুজ মেরুন সমর্থকদের। প্রথমার্ধে প্রচুর সুযোগ নষ্ট করেন বাগানের স্ট্রাইকাররা। হুগো বুমোসকে ছেড়ে দেওয়ায় জনি কাউকোই ম্যাচের শুরু থেকে খেলতে চলেছেন। হাতে থাকা পাঁচ বিদেশীর মধ্যে কামিন্সকে বসতে হতে পারে। গত ম্যাচে তাকে টানা সুযোগ দেওয়া হলেও সেভাবে নজর কাড়তে পারেননি অস্ট্রেলিয়ান বিশ্বকাপার। সেই তুলনায় আর্মান্দোর চেষ্টা বেশি নজরে এসেছিল ডার্বিতে। তাই গোয়ার বিপক্ষে দিমিত্রিকে একটু ওপরের দিকে খেলিয়ে আর্মান্দোকে বাড়তি সাপোর্ট দেওয়াতে পারেন হাবাস। মাঝমাঠে থাকবেন জনি কাউকো। উইদ্রল হিসেবে পেত্রাতোস খেললে, কাউকোর সঙ্গে তার পাসিং স্কিল ম্যাচ খাবে। একই সঙ্গে আক্রমনও ডানা বাঁধবে গত ম্যাচে সাহালকে নিজের চেনা ছন্দে পাওয়া যায়নি তাঁকে। এই ম্যাচে লেফট উইং থেকে আক্রমন করতে দেখা যেতে পারে সাহালকে। ডানদিনে মনবীর থাকতে চলেছেন। ডিফেন্স নড়বড় থাকায় চারজনকেই রক্ষণে রাখতে হচ্ছে হাবাসকে। এছাড়াও ব্লকার হিসেবে অভিশেক বা গ্লেনকে খেলাতে হবে আওয়ে ম্যাচে গোল খাওয়া রুখতে। পাঁচ জন করে দুটি গ্রুপ করে আক্রমন এবং রক্ষণ, আলাদা করে ভাগ করে দিতে চলেছেন হাবাস। সেক্ষেত্রে গোল করার দায়িত্ব থাকবে মনবীর সাহাল,কাউকো,পেত্রাতোস,সাদিকুর ওপর। তেমনই রক্ষণ দুর্গের সামাল দেবেন হেক্টর, শুভাসিস, গ্লেন, অভিষেক এবং সুমিত রাঠি। রক্ষণের দুই গুরুত্বপূর্ণ ফুটলার ব্রেন্ডন হ্যামিল এবং আনোয়ারের চোটটাই গোটা কম্বিনেশনে জোট পাকিয়ে দিয়েছে বাগানের। গোয়া ম্যাচ জিতলে প্রথম তিনে ঢুকে পড়বে বাগান। হারলেই গোয়া এবং ওড়িশার সঙ্গে ব্যবধান অনেকটা বেড়ে যাবে। নোয়াহ সিদ্দিকি, ব্র্যান্ডন ফার্নান্দেজের পাশাপাশি গোয়ার স্প্যানিশ স্ট্রাইকার কার্লোস মার্তিনেজ গোলের মধ্যে রয়েছেন। আওয়ে ম্যাচে তাই অনেক অঙ্ক কষে পয়েন্ট বের করে নিয়ে আসতে হবে হাবাসের মোহনবাগানকে।