Mohun Bagan kept their hopes of winning the Shield alive by defeating Punjab
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: আইএসএলের ম্যাচে পাঞ্জাব এফসি-কে ১-০ গোলে হারিয়ে দিল মোহনবাগান। দিমিত্রী পেট্রাতোসের গোলে আইএসএল-এর শিল্ড জয়ের আশা জিয়ে রাখল সবুজ মেরুন শিবির। ম্যাচে খুব একটা যে দাগ কাটতে পেরেছে মোহনবাগানের ফুটবলরা, তেমনটা নয়। কিন্তু ফুটবলে গোলই শেষ কথা। আর সেই গোলটাই এসেছিল মোহনবাগান স্ট্রাইকার পেট্রাতোসের পা থেকে। ওই একটি গোলের ব্যবধানেই শংকরলাল চক্রবর্তীর পাঞ্জাব এফসিকে হারিয়ে দিল সবুজ মেরুন শিবির। সেই সঙ্গে লীগ জয়ের দৌড়ে জোরালো ভাবেই রইল তারা। ২০ ম্যাচ থেকে মোহনবাগানের পয়েন্ট ৪০। অন্যদিকে লিগ টপার মুম্বাই সিটি এফসির ২০ ম্যাচ থেকে পয়েন্ট সংখ্যা ৪২। মোহনবাগান যদি পরের দুই ম্যাচে জিততে পারে তাহলে সরাসরি শিল্ড চ্যাম্পিয়ন হয়ে যাবে তারা। সোমবার রয়েছে মুম্বাই সিটি এফসি বনাম ওড়িশা এফসি ম্যাচ। সেই ম্যাচে যদি মুম্বাই সিটি এফসি হেরে যায় সেক্ষেত্রে মোহনবাগান পরের দুই ম্যাচ থেকে ৪ পয়েন্ট পেলেও চ্যাম্পিয়ন হয়ে যাবে। পাঞ্জাবের বিপক্ষে দুরন্ত গোল করেন দিমি। বক্সের মাথা থেকে দিমির জোরালো শট জালে জড়িয়ে যায়। পাঞ্জাব ডিফেন্স বুঝতেই পারেননি চকিতে শট নেবেন পেট্রাতোস।