Mohan Bagan will enter the first league of the semi-finals on April 23
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: প্রকাশিত হয়ে গেল ইন্ডিয়ান সুপার লিগের প্লে অফের ক্রীড়াসূচি ও ভেন্যু। ক্রীড়াসূচি জানা থাকলেও ভেন্যু নিয়ে অনেক জল্পনা ছিল। অবশেষে মোহনবাগান আইএসএল শিল্ড চ্যাম্পিয়ন এবং লিগের এক নম্বরে শেষ করতেই, পরিষ্কার হয়ে যায় প্লে অফের চিত্রটা। কার সঙ্গে কে কবে কোথায় মুখোমুখি, তাও প্রকাশ্যে চলে এল। ১৯ এপ্রিল প্রথম নক আউট ম্যাচে ভুবনেশ্বরে ওড়িশা এফসির মুখোমুখি কেরল ব্লাস্টার২০ এপ্রিল গোয়াতে মুখোমুখি চেননাইয়িন এফসি ও এফসি গোয়া২৩ এপ্রিল প্রথম সেমি ফাইনালে আওয়ে ম্যাচে মোহনবাগান মুখোমুখি হবে কেরল – ওড়িশা ম্যাচের জয়ী দলের২৮ এপ্রিল প্রথম সেমি ফাইনালের দ্বিতীয় লেগের খেলা যুবভারতীতে২৪ এপ্রিল দ্বিতীয় সেমি ফাইনালের প্রথম লেগে আওয়ে মুম্বাই সিটি এফসির প্রতিপক্ষ এফসি গোয়া – চেননাইয়িন ম্যাচের জয়ী দল ২৯ এপ্রিল মুম্বাইতে দ্বিতীয় সেমি ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচ