On the subject of Mamata Banerjee going to jail, Mohammed Selim’s sarcasm
রাজ্য
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : “আমাকেও যদি জেলে পোরেন, আমি জেল থেকে ফুটো হয়ে বেরিয়ে আসবো”। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথার প্রসঙ্গে সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম কটাক্ষ করে বলেন, যারা ঘর তৈরি করে তারা একটা ফুটো রেখে দেয় সেটা হলো ইডি আর সিবিআই। শুক্রবার আলিমুদ্দিন এ সাংবাদিক সম্মেলন করেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না নিয়ে সেলিম বলেন এটা নাটক করছেন তিনি। এদিন তিনি রাজ্য বাজেট প্রসঙ্গে বলেন ৮ ফেব্রুয়ারি বিধানসভায় বাজেট। রাজ্যপাল ছাড়াই বাজেট হতে পারে এই রাজ্যে। নারদা কান্ড দুর্নীতিতে ইডি এবং সিবিআই এর তৎপরতা নেই এইটা হচ্ছে দিদি আর মোদির সেটিং বলে কটাক্ষ করেন সেলিম। তিনি আরও বলেন, একশ দিনের বকেয়া দাবিতে বিজেপি ও তৃণমূল দলের নেতারা পার্লামেন্টে লড়াই করছেন না কেন ? ‘ইন্ডিয়া জোট’ এবং রাহুল গান্ধীর ন্যায় যাত্রা এই দুই বিষয়ে মুখ খুললেন সেলিম। তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জোটে থাকেন, কিন্তু পেছনের দরজা দিয়ে আরএসএস বিজেপির সঙ্গে যোগাযোগও করেন। রাহুল গান্ধীর ‘ন্যায় যাত্রা’ – র পথে পথে বাধা সৃষ্টি করা হচ্ছে।