Mohammad Salim will go to Sandeshkhali with the Nirapodo Sardar on February 29
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: নিরাপদ সর্দারের জামিনের রায়কে স্বাগত জানালেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। হাইকোর্টের রায়ের পর সেলিম বললেন, হাইকোর্টের রায়কে স্বাগত জানাচ্ছি। মিথ্যা মামলা দিয়ে নিরাপদ সর্দারকে আটকে রাখা হয়েছিল। হাইকোর্ট স্পষ্ট জানিয়েছে পুলিশ কার কথায় এই কাজ করেছে তার জবাব দিতে হবে।সেলিম আরও বলেন, আগামী ২৯ ফেব্রুয়ারি নিরাপদ সর্দারকে নিয়ে সন্দেশখালি যাবো।মঙ্গলবার সন্দেশখালির প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকে নিশর্ত জামিন দিয়েছে হাইকোর্ট। উল্লেখ্য অভিযোগ দায়ের হওয়ার আগেই এফআইআর করা হয় নিরাপদ সর্দারের বিরুদ্ধে। এদিন হাইকোর্ট পুলিশের কড়া সমালোচনা করেন। সেলিম বলেন, পুলিশ তৃণমূলের নেতা-মন্ত্রীদের পাহারা দিচ্ছে, লঞ্চে করে তাদের নিয়ে যাচ্ছে। অন্যদিকে যারা প্রতিবাদ করছেন, তাদের পাশে যারা দাঁড়াতে চাইছে, কথা বলতে চাইছে তাদের আটকাচ্ছে পুলিশ। আজকে নওসাদকে গ্রেপ্তার করে, কংগ্রেস কর্মীদের আটকায়।তবে আটকে রাখতে পারবে না এই সরকার। মঙ্গলবার সন্দেশখালি যান বামপন্থী সংস্কৃতি কর্মীরা। ১৪৪ ধারার জন্য বামপন্থী লেখক বুদ্ধিজীবীরা আলাদা আলাদা ভাবে গ্রামে গিয়েছেন। কথা বলেছেন মানুষের সঙ্গে। পুলিশকে কি ভাবে মোকাবিলা করতে হয় তা বামপন্থীরা জানে। পুলিশের যা বুদ্ধি তার থেকে বামপন্থী যুব কর্মী সংস্কৃতি কর্মীদের অনেক বেশি বুদ্ধি আছে, বলে পুলিশকে কটাক্ষ করেন সেলিম।