Remove 370, Prime Minister Narendra Modi’s challenge to Congress
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: কংগ্রেসকে ফের চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভা ভোটের আবহে প্রত্যেক রাজ্যে গিয়ে আঞ্চলিক দলগুলোকে আক্রমণ করছেন বিজেপির নেতারা। তবে প্রত্যেক মঞ্চ থেকেই কংগ্রেসকে আক্রমণ করতে ছাড়ছে না বিজেপি। কখনও পাপ্পু, কখনও শাহজাদা, গান্ধী পরিবারের সদস্যদের নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করেছে বিজেপি। এদিকে কদিন আগেই বিজেপির ইস্তেহারকে পাকিস্তানের ইস্তেহার বলে দাবি করেছিলেন বিজেপি নেতারা। এরই মধ্যে কাশ্মীর ইস্যুতে ফের কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগলেন নরেন্দ্র মোদী। রাহুল গান্ধী বরাবরই দাবী করেন বিজেপির বিভিন্ন আইন, কংগ্রেস সরকারে ফিরলে ফিরিয়ে নেওয়ার। এরই মধ্যে নরেন্দ্র মোদীও পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন কংগ্রেসের দিকে। স্পষ্টতই বলেছেন, কংগ্রেসসহ বাকি বিরোধী দলগুলো চেষ্টা করেও কাশ্মীরে ফের ৩৭০ ধারা লাগু করে দেখাক। উল্লেখ্য বিজেপি আসার পরই কাশ্মীরে ৩৭০ ধারা রদ হয় এবং নতুন দুই রাজ্য গঠিত হয়।