While campaigning for candidate Saini Ghosh, Mamata Banerjee targeted Narendra Modi on one issue after another.
‘দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রীকে পাল্টা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যাদবপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষের হয়ে প্রচারে গিয়ে একের পর এক ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় নিশানা করলেন নরেন্দ্র মোদীকে। চ্যালেঞ্জ করে তিনি বলেন, ‘কাকদ্বীপের মিটিং থেকে প্রধানমন্ত্রী বলেছেন নাকি বাঁধের টাকা কেন্দ্র দিয়েছে, আমি চ্যালেঞ্জ করে বলছি, একটা টাকাও বাঁধের জন্য দেয়নি কেন্দ্র’। মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ভোটের আগে প্রধানমন্ত্রীর ধ্যান করার কথা। কিন্তু মানুষ তো পুজো করে নিজের মতো করে, কিন্তু সেটা কি ক্যামেরার সামনে করে নাকি। তৃণমূল কংগ্রেস এই বিষয় নির্বাচন কমিশনে অভিযোগ জানাবে বলে জানিয়েছে, কারণ প্রধানমন্ত্রী ক্যামেরার সামনে এভাবে ধ্যান করলে সেটা নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করতে চলেছে। এছাড়াও গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলা হিসেবে স্বীকৃতি না দেওয়ায় কেন্দ্রকে একহাত নিয়েছেন মুখ্যমন্ত্রী। মুড়িগঙ্গা সেতু তিনি ঠিক করিয়ে দেবেন বলেও জানান মমতা বন্দ্যোপাধ্যায়।