Bengal Chief Minister Mamata Banerjee had earlier called to inquire about the health condition of the ailing president of Ramakrishna Mutt. Prime Minister Narendra Modi rushed to see him at the hospital after landing in Kolkata on his two-day visit.
রাজ্য
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ফোন করে রামকৃষ্ণ মঠের অসুস্থ প্রেসিডেন্টের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছিলেন। দুদিনের সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় পা রেখেই তাঁকে দেখতে হাসপাতালে ছুটলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাতে রাজভবনে থাকার কথা তাঁর। তবে বিমানবন্দর থেকে সেখানে যাওয়ার আগে হাসপাতালে যান মোদি। আপাতত ল্যান্সডাউনের শিশুমঙ্গল হাসপাতালে চিকিৎসাধীন রামকৃষ্ণ মঠে ও মিশনের প্রেসিডেন্ট স্বামী স্মরণানন্দ মহারাজ। ‘আত্মিক টানে’ই তাঁকে দেখতে হাসপাতালে পৌঁছে গেলেন মোদি। স্বামীজির স্বাস্থ্য সম্পর্কে খোঁজখবর নেওয়ার পর সেখানে তাঁর চিকিৎসা নিয়ে চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন।
২০১৭ সালের ১৭ জুলাই প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেন। বছর দুয়েক আগে অসুস্থ হয়ে একবার হাসপাতালে ভর্তি হন তিনি। সেই সময় কলকাতার এক বেসরকারি হাসপাতালে বেশ কয়েকদিন চিকিৎসাধীন ছিলেন। তবে তার পর ফের স্বাভাবিক জীবনে ফেরেন। শুরু করেন কাজকর্ম। গত কয়েকদিন আগে ফের অসুস্থ হয়ে পড়েন স্মরণানন্দ মহারাজ। বার্ধক্যজনিত অসুস্থতা বলেই খবর। রামকৃষ্ণ মিশনেরই এক হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। রবিবার নবতিপর মহারাজের শারীরিক অবস্থার আরও অবনতি হয়। মেডিক্যাল বোর্ড গঠন করা হয়।