Modi is returning to the center, exit polls indicate
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: জনমত সমীক্ষায় একের পর এক এক্সিট পোলে দেখা যাচ্ছে দেশের ফের প্রত্যাবর্তন করছে বিজেপির সরকার। পশ্চিমবঙ্গেও একাধিক এক্সিট পোলে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের থেকে এগিয়ে রয়েছে বিজেপি। এবিপির জনমত সমীক্ষায় দেখা যাচ্ছে, ২৩-২৭ আসন পাবে বিজেপি, তৃণমূল পাবে ১৩-১৭ আসন। যদিও তৃণমূল কংগ্রেসকে এগিয়ে রেখে টিভিনাইনের জনমত সমীক্ষা, সেখানে দেখা যাচ্ছে ২৪টি আসন পাচ্ছে তৃণমূল কংগ্রেস, বিজেপি পাবে ১৭টির মতো আসন। গোটা দেশে অধিকাংশ সমীক্ষাতেই দেখা ৩৫০ পার করছে বিজেপির এনডিএ জোট, তবে ৪০০ পারের দাবি এক্ষেত্রে খাটছে না বিজেপির, অন্তত সমীক্ষায় তেমনই দেখা যাচ্ছে। আর বাংলার সমীক্ষা অনুযায়ী ২২টা আসন বাংলায় পাবে বিজেপি, এক্ষেত্রে তৃণমূল কংগ্রেস পাবে ১৮টি আসন। ইন্ডিয়া নিউজ – ডি ডাইনামিকের হিসেবে বিজেপি পাচ্ছে ২১টি আসন, ১৯টি তৃণমূল কংগ্রেস।