TMC is misleading people about citizenship, Modi attacked Trinamool from Raiganj’s campaign meeting
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: নাগরিকত্ব নিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছে তৃণমূল কংগ্রেস, রায়গঞ্জের প্রচার সভা থেকে এভাবেই তৃণমূলকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন রায়গঞ্জে বিজেপি প্রার্থী কার্তিক পালের হয়ে প্রচারে গেছিলেন প্রধানমন্ত্রী। সেখান থেকেই তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগেন নরেন্দ্র মোদী। সন্দেশখালি প্রসঙ্গ উঠে আসে তার ভাষণে। রাজ্যের শাসক দলের বিরুদ্ধে মহিলার ওপর অত্যাচারের অভিযোগ তোলেন প্রধানমন্ত্রী। রায়গঞ্জের সভা থেকে তিনি বলেন,রোহিঙ্গাদের দিয়ে বাংলার আইন শৃঙ্খলার অবনতি করছে তৃণমূল। যারা দেশ ভাগের জন্য বা বিভিন্ন সমস্যায় এদেশে বহুদিন ধরে আছে, তাদেরও নাগরিকত্ব দিতে চায়না তৃণমূল কংগ্রেস । ইচ্ছাকৃতভাবেই মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে তারা। সন্দেশখালীতে মহিলারদের ওপর অত্যাচার করা হয়েছে, তারও প্রতিবাদ করেন তিনি। আদিবাসীদের ওপর সন্দেশখালীসহ বিভিন্ন জায়গায় অত্যাচার করছে তৃণমূল, কিন্তু বিজেপি আদিবাসীদের পাশে আছে। ইচ্ছাকৃতভাবে তাদের রোজগারের সুযোগ দিচ্ছে না তৃণমূল, এই অভিযোগ করা হয়।