Modi trusts in trusted commanders and not partners
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য শপথগ্রহণ করেছেন। সেই সঙ্গেই নিজের ক্যাবিনেট সাজিয়ে নিয়েছেন তিনি। বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও, এনডিএ ক্ষমতায় এসেছে। শরীক দলগুলোর চাহিদা কম ছিল না, কিন্তু সেসব সামলে আপাতত নিজের আশে পাশের মুখ গুলোকে বদলাননি নরেন্দ্র মোদী। শরীক দলের চাহিদা ছিল অর্থ, রেল মন্ত্রকের মতো হেভিওয়েট প্রোফাইল, যদিও নরেন্দ্র মোদীর তৃতীয়বারের সরকারে পুরোনো দফতরই পেয়েছেন নীর্মলা সিতারমন, অমিত শাহরা। অর্থমন্ত্রীর পদে থাকছেন নির্মলা সিতারমন, স্বরাষ্ট্রমন্ত্রী থাকছেন অমিত শাহ। ডিফেন্স মিনিস্ট্রি পেলেন রাজনাথ সিং, বিদেশ মন্ত্রক থাকছে এস জয়শঙ্করের হাতে। রেলমন্ত্রী থাকছেন অশ্বিনি বৈষ্ণবই। একাধিক শরীক দলের তরফে হেভিওয়েট মন্ত্রক চাওয়া হলেও, এই মন্ত্রক গুলো নিজের হাতে থাকলে তার চাবি থাকবে মোদীর হাতেই। অন্য শরীক দল থেকে আসলে তাদের ওপর বিশ্বাসযোগ্য নিয়ে সামান্য হলেও প্রশ্ন থাকতে হবে, আর ভালো পারফরম্যান্স করতে গেলে সবসময় অনিবার্য ভালো টিম, তাই নিজের সেট টিমই ধরে রাখলেন নরেন্দ্র মোদী,মত রাজনৈতিক মহলের।