Modi magic, Qatar frees eight ex-Naval chiefs sentenced to death.
দেশ
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক
রবিবারই কাতার সরকারের পক্ষ থেকে জেলের সাজাও ভোগ করতে হচ্ছে না ওই প্রাক্তন সেনা কর্তাদের। তাঁদের মুক্তি দিয়েছে কাতার সরকার।
সোমবার বিদেশ মন্ত্রকের দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, কাতারের এই সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে। ইতিমধ্যেই আটজন প্রাক্তন নৌসেনা কর্তার মধ্যে সাতজন, যারা কাতারের একটি বেসরকারি সংস্থায় কাজ করতে গিয়েছিলেন, তারা দেশে ফিরে এসেছেন। একজনের এখনও ফেরা বাকি।
বিবৃতিতে আর বলা হয়েছে, “কাতারে আটক আট ভারতীয় নাগরিক, যারা দাহরা গ্লোবাল কোম্পানিতে কাজ করতে গিয়েছিলেন, তাদের মুক্তি দেওয়ার সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। আটজনের মধ্যে সাতজন দেশে ফিরে এসেছেন। এমিরেটস অব কাতারের ভারতীয়দের মুক্তি দেওয়া ও তাদের দেশে ফেরার অনুমতির সিদ্ধান্তের প্রশংসা করি আমরা।”
প্রসঙ্গত, ২০২৩ সালের অক্টোবর মাসেই জানা যায়, কাতার আদালতের তরফে গুপ্তচরবৃত্তির অভিযোগে আট ভারতীয়কে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তাঁরা ভারতীয় নৌসেনার প্রাক্তন কর্মী। ২০২২ সালে তাঁদের গ্রেফতার করা হয়েছিল।
মৃত্যুদণ্ডের সাজা ঘোষণার পরই অভিযুক্তদের পরিবার ভারত সরকারের কাছে আবেদন জানায়।