Tmc MLA Soham Chakraborty was accused of beating the restaurant owner
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: রেস্তোরাঁ মালিককে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিধায়কের বিরুদ্ধে। নিউটাউনে শুক্রবার রাতে এক শ্যুটিং সাড়ছিলেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তী। সেই সময় যে রেস্তারাঁ ভাড়া নেওয়া হয়েছিল, তারই পার্কিং লটের একটি জায়গা সোহমের সঙ্গে থাকা কর্মিদের ফাঁকা করতে বলেন রেস্তোরাঁর মালিক আসুল আলম। এরপর সোহমের সঙ্গে থাকা ব্যক্তিরা তাঁর সঙ্গে কথাকাটাকাটিতে জড়িয়ে পড়েন, এরই মধ্যে সোহম সেখানে এসে রেস্তোরাঁ মালিকের ওপর চড়াও হন বলে অভিযোগ। যদিও তৃণমূলের বিধায়ক জানিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে গালিগালাজ করায় নাকি তিনি তাঁকে মারধর করেছেন। সোহমের বিরুদ্ধে ঘুষি, লাথি মারার অভিযোগ করেছেন সেই রেস্তোরাঁর মালিক। পাল্টা তিনি দাবি করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তিনি কিছুই বলেননি, সোহম নিজেকে বাঁচানোর জন্য এখন এইসব কথা বলছেন এবং অভিষেকের কথা টেনে আনছেন। পুলিশকে তিনি সিসিটিভি ফুটেজ দেবেন বলে জানিয়েছেন আসুল আলম।