Mithun Chakraborty’s message, take government benefits, but vote BJP
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : ‘তৃণমূল সরকারের বিরুদ্ধে আরও একবার তোপ দাগলেন বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী। একদিন আগেই বলেছিলেন বিজেপির মিছিলে মানুষের ভিড় দেখে মুখ্যমন্ত্রীর মাথা খারাপ হয়ে যাচ্ছে। এবার রাজ্যের মানুষকে অন্য বুদ্ধি দিলেন তিনি। সরকারি সমস্ত সুবিধা নিয়ে আর তৃণমূলকে ভোট না দেওয়ায় কথা বলেছেন মিঠুন। রায়গঞ্জে দলের হয়ে এক প্রচারে গেছিলেন বাঙালির মহাগুরু মিঠুন চক্রবর্তী। সেই কেন্দ্রে এবার তৃণমূলের হয়ে লড়বেন কৃষ্ণ কল্যাণী, যিনি গত বিধানসভায় বিজেপির হয়ে জিতে বিধায়ক হয়ে তৃণমূলে গেছিলেন। আর তার হয়ে গত নির্বাচনে সভা করতে গেছিলেন মিঠুন নিজেই । রায়গঞ্জের সভা থেকেই মিঠুন বলেন,’ এখানে যিনি দাঁড়িয়েছেন, তিনি গিয়েছে এক দুর্নীতিবাজদের দলে। যা যা পাচ্ছেন সব নিয়ে নেবেন। কন্যাশ্রী, নামোশ্রী, এক হাজার করে, ২ হাজার করে। শুধু ভোট বিজেপিকে দিন। কারণ আপনাদেরই পয়সা আপনাদের দিচ্ছে এভাব, ঘুরিয়ে নাক ধরা যাকে বলে ‘।