Debashree Roy came to the hospital to see Mithun, what did Mithun’s son and wife say
কলকাতা
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : বেশ কয়েকদিন ধরেই কলকাতায় রয়েছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। এই সময়টা বেশ ব্যস্ততার মধ্যেই কাটছিল তাঁর। সোহমে প্রযোজনায় ‘শাস্ত্রী’ সিনেমার শুটিংয়ের জন্য ব্যস্ত ছিলেন মিঠুন। শনিবার সকালে শুটিং চলাকালীন অসুস্থ বোধ করেন অভিনেতা। খবর পেয়েই তড়িঘড়ি তাঁকে বাইপাস সংলগ্ন এক হাসপাতালে নিয়ে যান তৃণমূল বিধায়ক-অভিনেতা সোহম চক্রবর্তী। খবর পেয়েই মিঠুনকে হাসপাতালে দেখতে আসেন অভিনেত্রী দেবশ্রী রায়। ‘শাস্ত্রী’ সিনেমায় মিঠুনের সঙ্গে জুটি বেঁধেছেন দেবশ্রী।তৃণমূল বিধায়ক সোহম জানিয়েছেন, মিঠুনদা ভালো আছেন। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। এখন। দেবশ্রী রায় জানালেন, আজই মিঠুনদাকে কেবিনে স্থানান্তরিত করা হবে। অন্যদিকে মিঠুনের খোঁজখবর নিলেন বিজেপি নেতা রুদ্রনীল। মিঠুনের অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই তৃণমূল ব্যক্তিত্বদের দেখা মিলছে। এখনও পর্যন্ত বঙ্গবিজেপির তরফে মিঠুন চক্রবর্তীকে নিয়ে এখনও কোনওরকম বিবৃতি প্রকাশ্যে আসেনি।
মিঠুন চক্রবর্তীকে অসুস্থতা নিয়ে যেখানে হুলুস্থুলুস, সেখানে দাঁড়িয়ে – এ সব ভুয়ো খবর বলেই দাবি করেছেন মিঠুনের পুত্রবধূ মাদলসা শর্মা। মিঠুনের পুত্র মিমো সংবাদমাধ্যমকে জানান, রুটিন-চেকআপের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বাবাকে। তিনি এখন সুস্থ আছেন।