BJP leader and actor Mithun Chakraborty responded to the state Chief Minister Mamata Banerjee.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার পাল্টা দিলেন বিজেপির নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী। মুখ্যমন্ত্রী তাকে গদ্দার তকমা দেওয়ার পরই তেলে বেগুনে জ্বলে ওঠেন এক সময় তৃণমূলের সঙ্গে পথ চলে এই নেতা। নিজেকে কখনোই রাজনীতিবিদ দাবি না করলেও রাজনীতিতে যে তিনি অনেকেই থেকে বেশি অভিজ্ঞতা সম্পন্ন সেটা গত বিধানসভা নির্বাচনের প্রমাণ পাওয়া গেছিল। এরই মধ্যে লোকসভা নির্বাচন এসেছে। নিজেকে প্রতিদ্বন্দ্বিতা না করলেও বিজেপির প্রার্থীদের হয়ে প্রচারে দেখা যাচ্ছে এই বর্ষীয়ান অভিনেতাকে। আর সেখানেই এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিলেন মিঠুন। এক জনসভা থেকে বেরিয়ে গাড়িতে গাড়িতে প্রচার পর্ব সাড়ছিলেন মিঠুন। সেখানেই গদ্দার তকমা নিয়ে প্রশ্ন করা হতেই মিঠুন বলে ওঠেন, ‘ আমি গড্ডার, ভদদার , সর্দার, সব কিছু। বিজেপির এই ভির যত বাড়বে ওনার তত মাথা খারাপ হয়ে যাবে, ততই উনি বলতে আরম্ভ করবেন। থাক এসব ‘ ।