BJP leader Mithun Chakraborty called Trinamool Congress liars
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: মেদিনীপুরের ভোট প্রচারে গিয়ে তৃণমূল কংগ্রেসকে একহাত নিলেন বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী। কোলাঘাটে এদিন দলের হয়ে প্রচারে গেছিলেন মিঠুন, সেখানে গিয়েই তিনি একহাত নিলেন তৃণমূল কংগ্রেসকে। নাগরিকত্ব আইন নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে তৃণমূল, অযথা মানুষকে মিথ্য কথা বলে ভুল বোঝানো হচ্ছে বলে দাবি করেন তিনি। তার কথায়, নাগরিকত্ব আইন কারোর ক্ষতির জন্য নয়, বরং নাগরিকত্ব দেওয়ার জন্য। অথচ তৃণমূল কংগ্রেস মানুষকে মিথ্যে প্রচার করে ভুল বোঝাচ্ছে। এদের রাশি হচ্ছে দুর্নীতি, আর জন্ম হয়েছে মিথ্যা লগ্নে। এভাবেই নিজের পুরোনো দলকে নিশানা করেন মিঠুন চক্রবর্তী। এরপর সংখ্যালঘুদের উদ্দেশ্য করে মিঠুন বলেন, তৃণমূল সংখ্যালঘুদের ভুল বোঝাচ্ছে। কারোর নাগরিকত্ব যাবে না তিনি চ্যালেঞ্জ করছেন।