Veteran actor and BJP leader Mithun Chakraborty was admitted to a private hospital in Kolkata
কলকাতা
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা মিঠুন চক্রবর্তী। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। শনিবার সকাল ১০ টা নাগাদ অসুস্থ বোধ করেন অভিনেতা। সূত্রের খবর, শুটিং ফ্লোরেই একটি স্ট্রোক হয় তাঁর। শুটিং চলাকালীনই তিনি অসুস্থ বোধ করেন। এক মুহূর্তে দেরি না করেই তাঁকে নিয়ে হাসপাতালে নিয়ে যান তৃণমূলের বিধায়ক সোহম চক্রবর্তী। জানা গিয়েছে, অভিনেতা সোহম চক্রবর্তীর প্রযোজনায় ‘শাস্ত্রী’ ছবির শুটিং চলছিল। হাসপাতাল সূত্রে খবর, ৭৩ বছরের অভিনেতার এমআরআই করা হচ্ছে। আরও বেশ কিছু পরীক্ষা করা হচ্ছে। সবরকম শারীরিক পরীক্ষা করা হচ্ছে। তাঁর চিকিৎসার জন্য একটি বিশেষ দল তৈরি করা হয়েছে। সেই দলে রয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। সব পরীক্ষার রিপোর্ট দেখে তবেই পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে।
জানুয়ারি মাসের শেষে শুরু হয় ‘শাস্ত্রী’ ছবির শুটিং। ছবিতে মিঠুন চক্রবর্তী ও দেবশ্রী রায়ের জুটি।পাশাপাশি এক ঝাঁক তারকা রয়েছেন ছবিতে। গত বছর পুজোয় তাঁর ছবি ‘কাবুলিওয়ালা’ মুক্তি পেয়েছে। সেই ছবি প্রশংসা কুড়োয় দর্শক মহলে।